দ্য ওয়াল ব্যুরো: গাজায় (Gaza) হামাসের হাতে বন্দি থাকা ইজরায়েলি (Israel) নাগরিকদের মুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজায় আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিলেন ইজরায়েল সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তিনি জানিয়েছেন, “বন্দি মুক্তির বিষয়ে আলোচনায় সাফল্য না এলে অভিযান চলবে বিরামহীনভাবে।”
প্রায় ২২ মাস ধরে চলা যুদ্ধ (Gaza Israel War) পরিস্থিতিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ বেড়েই চলেছে, বিশেষত বন্দিদের পরিবারের তরফ থেকে যুদ্ধবিরতির আহ্বান জোরাল হয়েছে। এরই মধ্যে এই হুঁশিয়ারি এল।