দ্য ওয়াল ব্যুরো: ধরা যাক, আপনি স্বাস্থ্য নিয়ে সচেতন, তাই ইসিজি-ও (ECG) করান নিয়ম মেনে। সেটা ভাল কথা, কিন্তু তাতেও কি সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়া সম্ভব?
আদতে, হার্টের অবস্থার আসল চিত্র এত সহজে ধরা পড়ে না, এমনটাই বলছেন কার্ডিয়োলজিস্ট ডাঃ নবীন ভামরি। তাঁর মতে, ইসিজি-তে আপনি হার্ট সংক্রান্ত মোটামুটি ২০-৩০ শতাংশ তথ্য পেয়ে যান ঠিকই, কিন্তু বাকি ৭০-৮০ শতাংশ তথ্য জানতে গেলে আরও দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা ভীষণ জরুরি - টিএমটি (TMT) এবং ইকোকার্ডিওগ্রাফি (Echocardiography)।
#REL