দ্য ওয়াল ব্যুরো: একজন বাবার ব্যতিক্রমী প্রতিবাদ ইন্টারনেট জুড়ে সাড়া ফেলেছে (Viral Video)। কানপুরের (Kanpur) বাররা-৮ এলাকার এক ব্যক্তি রাস্তার কাদা-জলের মধ্যে শুয়ে পড়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন। কেন? কারণ তাঁর ছোট্ট মেয়ে স্কুলে যাওয়ার সময় জলমগ্ন একটি গর্তে পড়ে গিয়ে আহত হয়।
ঘটনাটি ঘটেছে রাম গোপাল চকের কাছে, যেখানে রাস্তার অবস্থা এমনিতেই খানা-খন্দে ভরা । বৃষ্টির সময় যার অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। রাস্তায় শুয়েই মেয়েটির বাবার চিৎকার, "এটা রাজনীতি নয়, মনের যন্ত্রণা।"