দ্য ওয়াল ব্যুরো: তলপেটের ব্যথা আর বমি যেন কিছুতেই পিছু ছাড়ছিল না। একটার পর একটা ওষুধ বদল, ডাক্তার বদল, তবু মেলেনি সুরাহা। শেষমেশ এমআরআই করাতে গিয়েই সামনে এল এক রীতিমতো অবিশ্বাস্য চিত্র। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ৩০ বছরের এক মহিলার গর্ভাবস্থা ধরা পড়ল, কিন্তু সেটা গর্ভাশয়ে নয়, বরং যকৃতে! দেশের চিকিৎসকরা বলছেন, ভারতে এমন ঘটনা এই প্রথম।
এই বিরল গর্ভাবস্থার খোঁজ পান বুলন্দশহরের রেডিয়োলজিস্ট ডাঃ কে কে গুপ্ত। তিনি জানান, মহিলার যকৃতের ডান দিকের অংশে একটি ১২ সপ্তাহের ভ্রূণ রয়েছে। স্ক্যান করার সময় ভ্রূণের হৃদস্পন্দনও অনুভব করেন তিনি।
#REL