দ্য ওয়াল ব্যুরো: আহান-অনিতের ‘সাইয়ারা’ একঝটকায় বলিউডের প্রেমের ছবির ইতিহাস বদলে দিল! নতুন মুখ, নতুন গল্প, তবুও রমরমিয়ে চলছে বক্স অফিসে। মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ এখন ভারতের সবচেয়ে বড় লাভজনক লাভ স্টোরিগুলোর মধ্যে অন্যতম।
মুক্তির মাত্র ১৬ দিনেই এই ছবি ভারতের বাজারে আয় করেছে ২৯২ কোটি। রবিবারের মধ্যেই ছবিটি ঢুকে পড়বে ৩০০ কোটির ক্লাবে—যেটা এ দেশের কোনও প্রেমের ছবি আগে পারেনি। গোটা বিশ্বে ছবির আয় ইতিমধ্যেই ৪৬০ কোটি ছাড়িয়ে গিয়েছে। শুধু আন্তর্জাতিক বাজারেই আয় ১৩ মিলিয়ন ডলারের বেশি।
#REL