দ্য ওয়াল ব্যুরো: ভরা শ্রাবণে টইটম্বুর প্রায় সব নদী। দেশের বহু জায়গাতেই পরিমাণের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে এই মরশুমে। প্লাবিত একাধিক এলাকা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বেশ কিছু বাড়িতে ঢুকে পড়েছে গঙ্গার জল। সেই জল 'পবিত্র' তাই ঘরের গেটের সামনেই দুধ আর ফুল ছড়িয়ে আরতি করলেন এক পুলিশ আধিকারিক।
জল ঢুকছে ঘরে, তাতে কী! ভক্তিভরে প্রণাম জানালেন গঙ্গাকে। কোনও হাহাকার নেই, বরং ‘গঙ্গা মাইয়া কি জয়’ ধ্বনিতে গৃহস্থালির মধ্যেই হয়ে আরতি। এমনই দৃশ্য ধরা পড়লপুলিশ আধিকারিক চন্দ্রদীপ নিশাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।
#REL