দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল বাংলা ছবি। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হচ্ছে চলতি বছরের ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’ (IFFM)। চলবে ২৪ আগস্ট পর্যন্ত। আর এবারে উৎসবের পর্দায় উঠছে দুই বাংলার একাধিক ছবি। একদিকে যেমন রয়েছে সমসাময়িক গল্পের ঝলক, অন্যদিকে রয়েছে কালজয়ী ক্লাসিক।
সবচেয়ে বেশি নজর কাড়ছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহির ছবি ‘বাক্স বন্দি’। এক নারীর জীবন সংগ্রাম নিয়ে তৈরি এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন কান পুরস্কারজয়ী অভিনেত্রী তিলোত্তমা সোম। পাশাপাশি রয়েছেন চন্দন বিশ্ত, সায়ন কর্মকার ও সুমন সাহা।