দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সমন্বয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সোমবার। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের (TMC) লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে, অন্যদিকে ঠিক একই দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে আলোচনায় বসছেন বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব ও সাংসদরা।
রবিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) জানান, দিল্লিতে শাহের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে সোমবার। এই বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের লোকসভা ও রাজ্যসভার বিজেপি সাংসদরা।