দ্য ওয়াল ব্যুরো: দিল্লির বাতাসে দূষণের মাত্রা বরাবরই খবরের শিরোনামে থেকেছে। তবে এইবারের বর্ষার মরশুমে সেই দূষণ কমেছে, এও এক সাফল্য বটে। সেই ‘কৃতিত্ব’ই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
রবিবার তিনি জানান, গত এক দশকে এই প্রথমবার দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৭৪-তে এসে ঠেকেছে, যা অত্যন্ত সন্তোষজনক মাত্রা, দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।
#REL