দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) নওয়াদার পঞ্চুগড় মুসাহরিতে কালো জাদু (Black magic) সন্দেহে এক দম্পতিকে গ্রামের লোকজন বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। ঘটনায় স্বামী নিহত হয়েছেন, স্ত্রী আহত। মৃতের নাম গয়া মাঞ্জি, পঞ্চুগড় মুসাহরির বাসিন্দা।
হিসুয়া থানার সাব ইন্সপেক্টর রূপা কুমারী বলেন, “আমরা খবর পাই, গ্রামের লোকজন এক দম্পতিকে মারধর করেছে। স্বামী মারা গেছেন এবং স্ত্রী আহত।” পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা মৃতদেহ লোপাট করার চেষ্টাও করছিল।
#REL