দ্য ওয়াল ব্যুরো: গালওয়ান উপত্যকায় সংঘর্ষ ও ২০ জন ভারতীয় সেনার শহিদের প্রসঙ্গে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কড়া ভর্ৎসনা করল ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের ডিভিশন বেঞ্চ তাঁর বক্তব্যকে ঘিরে কড়া প্রশ্ন তোলে, যদিও আদালত আপাতত ওই মামলার বিচার প্রক্রিয়া স্থগিত রেখেছে।
রাহুল গান্ধী তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’র (Bharat Jodo Yatra) সময় দাবি করেন, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর চিন (China) নাকি ভারতের ২,০০০ বর্গ কিমি জমি দখল করে নিয়েছে, এবং এই বিষয়ে মোদি সরকার "আত্মসমর্পণ" করেছে বলেও মন্তব্য করেন।