দ্য ওয়াল ব্যুরো: চারিদিকে জল থই থই। তারই মধ্যে প্রিয়জনের মৃত্যু। অগত্যা, শেষকৃত্যে ভরসা বলতে কলার ভেলা! মৃত্যুর পরেও ঘাটালের (Ghatal) জলবন্দি অবস্থার সাক্ষী হয়ে রইল এক মর্মান্তিক ছবি।
রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রয়াত হলেন ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী। প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর কানহাইয়ালাল চৌধুরীর স্ত্রী তিনি। মৃত্যুর পর, বানভাসি ঘাটালে (Flood) শ্মশানযাত্রা হল কলার ভেলায় (Crematorium on banana rafts) ভাসিয়ে—যা নিয়ে ছড়িয়ে পড়েছে চরম বিতর্ক।
#REL