দ্য ওয়াল ব্যুরো: টানা বর্ষায় এবারে কলকাতায় (Old houses, collapse) ভেঙে পড়েছে একের পর এক প্রাচীন বাড়ি। যার জেরে শহরজুড়ে প্রাচীন বাড়ি ঘিরে বাড়ছিল আতঙ্ক। এ ব্যাপারে পুরসভা কেন যথাযথ পদক্ষেপ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল শহরবাসী। এবার বড় পদক্ষেপ করল কলকাতা পুরসভা (Kolkata Corporation)।
ঘটনাস্থল হাজরা রোডের হকার্স মার্কেট এলাকা। পুরনো বাড়ির জরাজীর্ণ বারান্দা ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। আগেভাগেই সতর্কতা অবলম্বন করে সেই বিপজ্জনক অংশ ভেঙে দিল কলকাতা পুরসভা।
#REL