দ্য ওয়াল ব্যুরো: আজ ৪ অগাস্ট—খাণ্ডওয়ার সেই ছেলে, যিনি গানের ইতিহাসকে নতুন করে লিখেছিলেন, সেই কিশোর কুমারের জন্মদিন। যতই সময় এগোচ্ছে, কিশোর যেন ততই কাছের হয়ে উঠছেন। তাঁর গানে হারিয়ে যাচ্ছে একের পর এক প্রজন্ম, যেন সব ব্যথা, ভালোবাসা, নস্টালজিয়া এক হয়ে মিশে যাচ্ছে সেই চেনা কণ্ঠে। কিশোর কুমার ছিলেন গায়ক, অভিনেতা, পরিচালক, প্রযোজক, এবং সর্বোপরি একজন অনন্য শিল্পী—যাঁকে কোনও ছাঁচে ফেলা যায় না।
#REL