দ্য ওয়াল ব্যুরো: কানপুরে (Kanpur) অদ্ভুত কাণ্ড। চুরি করতে এসে খাটেই নিজেই ঘুমিয়ে পড়ল ক্লান্ত চোর (Thief)! আর তারপর কী হল? সকালে ঘুম ভাঙল উত্তম-মধ্যম খেয়ে।
ঘটনাটি ঘটেছে নাজিরাবাদ থানা এলাকার মারিয়মপুর রেললাইনের কাছে। সেখানে পাশাপাশি থাকেন দুই ভাই– বিনোদ কুমার ও অনিল কুমার। মাঝরাতে চোর প্রথমে হানা দেয় বিনোদের বাড়িতে। মদের নেশায় চুর হয়ে আলমারির লকার ভেঙে টাকা, গয়না সব নিয়ে ফেলে।
তাতেই থামেনি সাহেব! পাশের অনিলের বাড়িতেও ঢুকে ফের চুরি করে। এবারও আলমারি ভেঙে তুলে নেয় গয়না ও নগদ টাকা।