দ্য ওয়াল ব্যুরো: খিদে পেলে মানুষ কেন, হাতিও পাগল হয়ে যায়। পশুপ্রেমীরা অবশ্য বলতেই পারেন, ‘কেন হাতি বলে কি মানুষ নয়?’
বনের বুক চিরে চলে গেছে রাস্তা। সেই রাস্তা ধরেই যাওয়া-আসা করে গাড়ি, মালবাহীট্রাক। খিদের জ্বালায় উৎপাত শুরু করে এক বুনো হাতি, তার জেরে রাস্তায় জ্যাম হয়ে গাড়ি-ট্রাক আটকে যে বিশাল এক নড়বড়ে অবস্থা। ঘটনাটি ঘটেছে, ওড়িশার সুন্দরগড়ে।
#REL