দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই মোবাইল চেয়ে মায়ের কাছে বায়না ধরেছিল ১৬ বছরের নাবালক। কিন্তু প্রতিবারই মানা করে দিচ্ছিল মা। অনেকবার বলেও লাভ হয়নি। অভিমানে পাহাড় থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল কিশোর। ঘটনাটি হারাষ্ট্রের ছত্রপতি সাম্ভাজীনগরের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম গোপাল তায়দে। মোবাইল ফোন চাইলেও তার মা কিনে দিতে রাজি ছিলেন না। সেই অভিমান থেকেই তিসগাঁওয়ের একটি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দিল গোপাল। তদন্তে জানা গেছে, রবিবার কিশোর আরও একবার মায়ের কাছে মোবাইল কেনার আবদার করে। তিনি রাজি না হওয়ায় চরম সিদ্ধান্ত নেয় গোপাল।
#REL