দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতো শনিবার থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প (Amader Para Amader Samadhan)। সরকারি দাবি, এই কর্মসূচি ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
সোমবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ জানালেন, প্রথম দু’দিনেই রাজ্যের ১২০০টি শিবিরে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন।
মুখ্যসচিব বলেন, “মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাতে স্পষ্ট—এলাকাভিত্তিক বহু সমস্যার দ্রুত সমাধান সম্ভব।”
#REL