দ্য ওয়াল ব্যুরো: নাগরাকাটায় (Nagrakata case) বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ২৪ ঘণ্টা পরেও রাজ্যে পুলিশ কাউকে গ্রেফতার না করায় কড়া প্রতিক্রিয়া জানাল রাজ্য বিজেপি (BJP)।
এদিন সাংবাদিক বৈঠক থেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattachariya) বলেন, “যাঁরা এই হামলায় জড়িত, তাঁরা পাতালেও ঢুকলে কেন্দ্রীয় সরকার তাঁদের আইনের আওতায় নিয়ে আসবে।” এরপরই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তদন্তের দাবি জানান (NIA Investigation) বিজেপির রাজ্য সভাপতি।