দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে গণপিটুনির শিকার হলেন (Mob lynching in Uttar Pradesh) ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান ও তাঁর ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে, উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার বল্ওয়া খেড়ি গ্রামে (Muzaffarnagar mob attack)। পুলিশ সূত্রে জানা গেছে, নিছক ভুল বোঝাবুঝির জেরে দুই নিরীহ যুবককে নৃশংসভাবে মারধর করেন স্থানীয় বাসিন্দারা।
আহতদের মধ্যে একজন মোহন, মণিপুরে পোস্টেড এক সেনা জওয়ান। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন ভাই রোশন। তাঁরা বাইকে করে সাহারানপুরে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। সেই পথেই ঘটে এই বিভীষিকাময় ঘটনা।