দ্য ওয়াল ব্যুরো: শহরের অভিজাত এলাকায় রাস্তায় ধস নামার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার বালিগঞ্জের (Bullygunge) ২২ নম্বর সার্কুলার রোডে বড়সড় একটি অংশ বসে যেতে দেখা যায়। যার ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও তাঁরা একে 'ধস' (Land Slide) বললেও, কলকাতা পুরসভা সে ব্যাখ্যায় সহমত নয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০-১২ দিন আগেই ওই রাস্তায় একটি ছোট গর্ত তৈরি হয়েছিল। দিনের পর দিন সেই গর্ত বড় হতে থাকে, এবং অবশেষে আজ তা বেশ বড়সড় আকারে ধসে পড়ে। স্থানীয়দের দাবি, ধসের কারণে বেশ কিছু ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।