দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার একটি হোটেলের (US hotel) রিসেপশনে দাঁড়িয়ে এক অতিথি। কিন্তু তাঁর সামনে নেই কোনও মানুষ। এদিকে রিসেপশনের কাজও হচ্ছে! কীভাবে?
আসলে অতিথির সঙ্গে একটি বড় স্ক্রিনের মাধ্যমে যোগাযোগ করছে এক ভারতীয় যুবক (Indian virtual receptionist), যিনি ভিডিও কলে বসে হোটেল চেক-ইন প্রক্রিয়া সামলাচ্ছেন দূর থেকে। এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন ভবিষ্যতের ইঙ্গিত, কেউ আবার তীব্র সমালোচনায় মুখর।