দ্য ওয়াল ব্যুরো: পঞ্চম পুত্র দিলীপ ঠাকুর তাঁকে কাগজে-কলমে মৃত (Man Declared Dead) দেখিয়ে পূর্বপুরুষদের জমি মাত্র ২ লক্ষ টাকায় বিক্রি (Land Sell) করে দিয়েছে। বয়স ৯০, হাতে লাঠি নিয়ে এমনই অভিযোগ নিয়ে মুজাফফরপুরের (Bihar) জেলাশাসকের দরজায় হাজির হলেন বৃদ্ধ রাজনারায়ণ ঠাকুর।
মামলাটি মুজাফফরপুর জেলার মহম্মদপুর গ্রামের। রাজনারায়ণ ঠাকুর জানান, তাঁদের পৈতৃক জমির মালিকানা এখনও তাঁদের বাবা মৃত মথুরা ঠাকুরের নামে। যদিও ভাই রামজিনিশ ও রামপুকারের সঙ্গে মৌখিকভাবে জমি ভাগের কথা হয়েছে, এখনও কোনও আইনত বিভাজন হয়নি।
#REL