দ্য ওয়াল ব্যুরো: বিহারনিবাসী শংসাপত্র (Bihar Residence Certificate) পেতে এবার দেবদেবী থেকে শুরু করে পশুপাখিও আবেদনপত্র জমা দিচ্ছে! প্রশাসনের চোখ ছানাবড়া করে দেওয়া এই ঘটনাগুলি সামনে এসেছে খাগাড়িয়া জেলার চৌঠাম ব্লকে।
প্রশাসনের এক আধিকারিক জানান, অনলাইনে জমা পড়া এক আবেদনে দেখা গিয়েছে আবেদনকারীর নাম “শ্রী রাম” (Shree Ram), বাবার নাম দশরথ, মায়ের নাম কৌশল্যা, গ্রাম অযোধ্যা, আর জেলা লেখা হয়েছে খাগাড়িয়া! ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে ভগবান শ্রী রামের একটি ছবি।