দ্য ওয়াল ব্যুরো: ৫৫ বছর পর নিজের জন্মভিটেতে ফিরে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না মহারাষ্ট্রের পর্যটন মন্ত্রী এবং শিব সেনা নেতা শম্ভুরাজ দেশাই। ‘মেঘদূত’ নামের যে সরকারি বাংলোয় তাঁর জন্ম ও শৈশব কেটেছিল, এতদিন পর সেই বাংলোতেই আবার ঠাঁই পেলেন তিনি। রবিবার ছিল সেই আবেগঘন গৃহপ্রবেশ।
এই ‘মেঘদূত’ বাংলো এক সময় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শম্ভুরাজের ঠাকুরদা লোকনেতা বালাসাহেব দেশাইয়ের সরকারি বাসভবন ছিল। দেশাই পরিবার বহু বছর এই বাংলোতেই বসবাস করতেন। তখনই, ঠিক ৫৫ বছর আগে, এই বাংলোতেই জন্ম হয় শম্ভুরাজ দেশাইয়ের।