দ্য ওয়াল ব্যুরো: ৩১ জুলাই, ২০২৫, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বেশ কিছু রপ্তানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এই ঘোষণা কার্যকর হয়েছে ১ আগস্ট থেকে। ফলস্বরূপ, ভারতীয় শেয়ারবাজারে একদিনেই তীব্র পতন দেখা দিয়েছে। বাজার খোলার পরপরই বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ ও আতঙ্ক। শুধু একদিনেই বাজার থেকে প্রায় ৫ লক্ষ কোটি টাকার লগ্নি হাওয়া হয়ে যায়।
বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে, যার প্রত্যক্ষ প্রভাব এবার দেখা গেল ভারতের আর্থিক বাজারে।