দ্য ওয়াল ব্যুরো: কবরস্থানে গিয়ে বাবার সমাধি দেখা, হাঁটু মুড়ে ‘দোয়া’ প্রার্থনা করা মহম্মদ সিরাজের রোজকার কৃত্য। যখন বাড়িতে থাকেন, তখন প্রতিদিন। বিদেশ সফরে যাওয়ার আগে এবং সফর শেষে বাড়িতে ঢোকার আগে একইভাবে প্রয়াত বাবাকে প্রণতি জানান এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সবচাইতে চর্চিত পেসার।
২০২১ সাল থেকে এমনটা হয়ে আসছে। এবার, ইংল্যান্ডে যাওয়ার আগেও যার অন্যথা হয়নি। মহম্মদ ঘাউস, সিরাজের বাবা ছিলেন পেশায় অটোরিকশ চালক। ছেলে ক্রিকেটার হোক, আজীবন চেয়েছেন তিনি। এর জন্য প্রাণপণ খেটেছেন, রোজগার করেছেন, ট্রেনিংয়ের খরচ জুগিয়েছেন।