দ্য ওয়াল ব্যুরোঃ ২৯ জুলাই বিকেল ৪টা ১৭ মিনিটে বুধ প্রবেশ করেছে পুষ্যা নক্ষত্রে, এবং এই শুভ অবস্থান ২২ অগস্ট পর্যন্ত স্থায়ী থাকবে। পুষ্যা নক্ষত্রকে বৈদিক জ্যোতিষে অত্যন্ত শুভ বলে ধরা হয়। এর অধিপতি শনি, দেবতা বৃহস্পতি। বুধ আবার বুদ্ধি, যোগাযোগ এবং ব্যবসার গ্রহ। ফলে এই সংযোগ ৪টি রাশির জীবনে অর্থবৃষ্টি এবং আটকে থাকা কাজের সফল সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে।
#REL
বুধ গ্রহের চলন ও জ্যোতিষ প্রভাব
২৪ জুলাই: বুধ কর্কট রাশিতে অস্ত যায়
২৯ জুলাই: বুধ প্রবেশ করে পুষ্যা নক্ষত্রে