দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কিস্তওয়ার (Kishtwar) জেলার চাসোটি গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে (CloudBurst) বড়সড় বিপর্যয় ঘটেছে। তছনছ হয়ে গেছে বাড়ি, অস্থায়ী আশ্রম। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গাড়ি। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬০ ছাড়িয়েছে। জখম হয়েছেন শতাধিক মানুষ। তবে স্থানীয়দের দাবি, নিখোঁজের সংখ্যা কয়েকশো হতে পারে। বহু মানুষ পাথর, গাছের গুঁড়ি আর কাদামাটির তলায় চাপা পড়ে গেছেন বলে আশঙ্কা।