দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে প্রায় ১০ লক্ষ পথকুকুর মারাত্মক বিপদের মুখে - এমনই দাবি করেছেন আয়ারল্যান্ডের প্রাণী রক্ষক ও লেখক নিয়াল হার্বিসন। তিনি The Happy Doggo নামক একটি থাইল্যান্ডের সংস্থার (যারা পথকুকুরদের নিয়ে কাজ করে) প্রতিষ্ঠাতা। দিল্লি সফরে এসে তিনি যে দৃশ্য দেখেছেন, সেটিকে আধুনিক পৃথিবীতে ‘অকল্পনীয়’ বলেই বর্ণনা করেছেন।
হার্বিসন এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি থ্রেডে অভিযোগ করেছেন, কুকুরদের উপর অমানবিক নির্যাতন, অবহেলা, এমনকী যাঁরা তাদের খাওয়ান ও রক্ষা করেন, তাঁদের উপরও হিংসা চলছে।
#REL