দ্য ওয়াল ব্যুরো: এক মহিলার হত্যাকাণ্ড ঘিরে একেই উত্তেজিত হয়ে ছিল কেরলের আলেপ্পি। এবার সেই সূত্র ধরেই সামনে এল রোমহর্ষক এক সিরিয়াল কিলিং-এর সম্ভাবনা সূত্র।
কিছুদিন আগেই খুন হন এক মহিলা, নাম জয়নাম্মা। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্ত ৬৮ বছরের সেবাস্টিয়ান সিএম। এবার আরও ৩ মহিলার নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে সন্দেহের তির ঘুরল ওই দিকেই। তদন্তকারীদের অনুমান, এ কোনও সিরিয়াল কিলিং-এর ঘটনা হতে পারে।
#REL
জয়নাম্মার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন তাঁর স্বামী আপ্পাচান। সেখান থেকেই শুরু হয় তদন্ত।