দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (DA) ২৫ শতাংশ মেটায়নি রাজ্য সরকার। উল্টে সর্বোচ্চ আদালতের নির্দেশের আড়াই মাস পর রাজ্য সরকারের বক্তব্য, বকেয়া ডিএ বাবদ কত টাকা দিতে হবে তা তো হিসাব করা হয়নি। এ জন্য অন্তত দু’মাস সময় লাগবে। মঙ্গলবার রাজ্যের এই সওয়াল শুনে সুপ্রিম কোর্টের (Supreme Court DA Case hearing today) বিচারপতিরা তাঁদের পর্যবেক্ষণে বলেন, হিসাব করে কিছু অন্তত মিটিয়ে দিক সরকার।
#REL