দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি (Jupiter) গ্রহকে দেবগুরু বা ‘বৃহৎ জ্ঞান ও ধনের গ্রহ’ বলা হয়। তিনি জ্ঞান, ধর্ম, সৌভাগ্য, অর্থপ্রাপ্তি, ন্যায়বিচার ও আধ্যাত্মিক উন্নতির প্রতীক। কারও জন্মকুণ্ডলীতে বৃহস্পতির শুভ অবস্থান মানেই জীবনে সমৃদ্ধি, মানসিক শান্তি এবং সামাজিক সম্মান। বৃহস্পতির গোচর বা অবস্থান পরিবর্তন প্রায় প্রতিটি রাশির জীবনে গভীর প্রভাব ফেলে। বিশেষত তিনি যখন শুভ অবস্থানে থাকেন, তখন অর্থ, কর্মজীবন, বিবাহ ও পরিবারজীবনে এক অনন্য উন্নতির সম্ভাবনা তৈরি হয়।
২০২৫ সালে বৃহস্পতির বিশেষ গোচর