দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাসে মহাজাগতিক চমক: সূর্যের তিন-তিনবার স্থান পরিবর্তন! জ্যোতিষশাস্ত্র বলছে, ২০২৫ সালের অগস্ট মাসে সূর্য এমন এক বিরল গোচর করতে চলেছে, যা সরাসরি প্রভাব ফেলবে ৪টি রাশির জাতক-জাতিকার জীবনে। এই পরিবর্তন আনবে ধন, সম্মান, কর্মে সাফল্য এবং ব্যক্তিগত জীবনে সুখ-সমৃদ্ধি। সূর্যের এই বিশেষ চলনকে বলা হচ্ছে "সোনার ঝলক" — কারণ বহুদিন পর এমন শুভ মুহূর্তের সূচনা হতে চলেছে।
সূর্যের বিরল গোচর: কবে, কোথায়, কীভাবে?
অগস্ট মাসে সূর্য সাধারণ রীতির বাইরে গিয়ে তিনবার নক্ষত্র ও রাশি পরিবর্তন করবে: