দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে ভাগ্য কোন দিকে মোড় নেবে, তা জানতে আগ্রহী সকলেই। বিশেষ করে যাঁরা সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন, তাঁদের কাছে জন্মতারিখ দিয়ে নির্ধারিত 'মূলাঙ্ক' হয়ে ওঠে পথপ্রদর্শক। তাহলে মূলাঙ্ক ৮-এর জাতকদের জন্য কেমন কাটবে ২০২৫-এর শেষ কিছু মাস? সেটাই দেখে নেওয়া যাক।
সংখ্যাতত্ত্বে মূলাঙ্ক ৮-এর পরিচিতি