দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বাংলাদেশের মতো কলকাতাতেও সে দেশের উপ দূতাবাসে জুলাই শহিদদের স্মরণ করা হল। দিনটির গুরুত্ব ও মর্যাদার দিকটি বিবেচনায় রেখে সাজানো হয়েছিল ভাব গম্ভীর অনুষ্ঠান। ছিল গণ-অভ্যুত্থানের উপর ছবির প্রদর্শনী। শহিদ স্মরণে জুলাই বিপ্লব নিয়ে একটি তথ্য চিত্র দেখানো হয় অনুষ্ঠানের শুরুতে।
গত বছর ৫ অগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকার ৫ অগস্টকে গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের সমস্ত দূতাবাসে দিনটি উদযাপিত হয়েছে।
#REL