দ্য ওয়াল ব্যুরো: পর্দায় তাঁদের রসায়ন যতটা নজরকাড়া, বাস্তব জীবনের সম্পর্কটা তার থেকেও বেশি মজবুত। ২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন বলিউডের অন্যতম ‘ড্রিম কাপল’— জেনেলিয়া ডিসুজা ও রীতেশ দেশমুখ। বিয়ের পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। কিন্তু ভালবাসা এতটুকু কমেনি, বরং প্রতি বছর যেন আরও নতুন করে জন্ম নেয় তাঁদের সম্পর্ক।
এবার সেই প্রেমই আরও একবার ধরা পড়ল জেনেলিয়ার জন্মদিনে। স্ত্রীর সঙ্গে কিছু অমূল্য মুহূর্তের ছবি শেয়ার করে রীতেশ লিখলেন এমন কিছু কথা, যা এক লাইনেই বলে দেয়— ভালবাসা মানেই জেনেলিয়া।
#REL