দ্য ওয়াল ব্যুরো: একটা পুরস্কার, একটাই নাম। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার শিরোপা জিতলেন শাহরুখ খান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ফিল্মি সফর— অবশেষে মিলল স্বীকৃতি। এ যেন শুধুই একটা ট্রফি নয়, এক অদেখা অভিমান আর অব্যক্ত অপেক্ষার শেষ অধ্যায়।
শাহরুখ খানের ভক্তরা যখন তাঁর এই জয় উদযাপনে মেতেছেন, শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া— ঠিক তখনই কিং খান ফিরে গেলেন পিছনের পৃষ্ঠায়। এক পুরোনো বন্ধুর কাছে। যাঁর হাত ধরে শুরু হয়েছিল এক কিংবদন্তির যাত্রা।
#REL