দ্য ওয়াল ব্যুরো: অগস্ট মাসে (August 2025 Planetary Transit) মহাজাগতিক শক্তির বড় পরিবর্তন হতে চলেছে। সূর্য, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি সহ একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে, যা মানুষের কর্মজীবন, আর্থিক দিক, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই মহাচক্রে পাঁচটি রাশি বিশেষভাবে সৌভাগ্যের ছোঁয়া পাবে, অন্যদিকে কয়েকটি রাশিকে থাকতে হবে সতর্ক।
অগস্টে গ্রহের বিশেষ চাল