দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার (Extramarital Affair) অভিযোগ! যার জেরে দাম্পত্য বন্ধন চ্ছিন্ন হয়েছিল আগেই। এবার নিয়ম মেনে জীবিত স্ত্রীর ‘শ্রাদ্ধ’ করলেন স্বামী (Husband, Wife)!
ঘটনাস্থল, উত্তর ২৪ পরগনার (North 24 Porogana) হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রাম। প্রাক্তন সেনা কর্মী নরেন নায়কের এই কাণ্ড ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, তিন বছর আগে ধলতিথার বাসিন্দা সুমিতা সরকারের (৩৩) সঙ্গে আলাপ থেকে প্রেম, এবং তারপর সাত পাকে বাঁধা। দাম্পত্যের শুরুর দিনগুলো কেটেছিল সুখেই। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হয় টানাপড়েন।