দ্য ওয়াল ব্যুরো: ২৮ জুলাইয়ের পর ফের ৯ অগস্ট! নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার মঙ্গলাহাটের ব্যবসায়ী সমিতি (Mangalhat Business Association)।
অভিযোগ, একের পর এক রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নবান্ন অভিযানের জেরে বারবার ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
#REL
বুধবার হাইকোর্টে সেই মামলাটি গ্রহণ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ, নবান্ন অভিযান সংক্রান্ত একটি মামলা ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে বিচারাধীন। ফলে সিঙ্গল বেঞ্চে একই বিষয়ে পৃথক মামলা শুনতে অস্বীকার করেন তিনি।