দ্য ওয়াল ব্যুরো: অ্যাকাডেমিতে উপযুক্ত প্রশিক্ষণ দাও। তৈরি করো ফুটবলার। কেউ মিডফিল্ডার, কেউ স্ট্রাইকার। তারপর কাউকে ৬০, কাউকে ৭০, কাউকে ৮০ মিলিয়ন ইউরোয় ইউরোপের সেরা ক্লাবগুলোয় বিক্রি করে দাও।
বিনিয়োগ কার্যত শূন্য। মুনাফা ভাঁড়ার ভরাট করবে থরে-বিথরে! এই লক্ষ্য নিয়ে খেলোয়াড় বেচাকেনার বাজারে নেমে দু’হাতে লাভের লক্ষ্মী ঘরে এনেছে বুন্দেশলিগার ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (Eintracht Frankfurt)।