দ্য ওয়াল ব্যুরো: একজন শিশুর বাবাকে খোঁজার যাত্রা… সেই যাত্রায় এক অচেনা শহরে তৈরি হওয়া এক আশ্চর্য বন্ধুত্ব… আর সেই বন্ধুত্বে জড়িয়ে থাকা একজন রহস্যময় নারী। এই তিনটি কাঁধে ভর করেই আসছে এক ভিন্নস্বাদের বাংলা ছবি— ‘কেয়ার অফ এ জার্নি’। মুখ্য চরিত্রে বনি সেনগুপ্ত, দর্শনা বনিক এবং এক ছয় বছরের শিশু পাটু।
এই ছবির মধ্য দিয়েই প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন বনি ও দর্শনা। ছবির পরিচালক প্রতীক সরকার জানাচ্ছেন, “এটা শুধুই একটি রোড ট্রিপ বা খোঁজের গল্প নয়—এটা সম্পর্ক, বন্ধন আর মাটির টান নিয়ে তৈরি হওয়া এক আবেগঘন ছবি।”
#REL