দ্য ওয়াল ব্যুরো: অগস্ট এসে গিয়েছে, সঙ্গে নিয়ে এসেছে রাখি বন্ধন-সহ একাধিক উৎসব। এই বিশেষ দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা রাখি পরিয়ে দেন, আর ভাইও পালটা দেন উপহার। শৈশবের স্মৃতি, দুষ্টুমি, আর একে অপরের প্রতি অটুট ভালবাসা যেন নতুন করে ফিরে আসে এই দিনে। কিন্তু উপহার বাছা? সেটাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন কাজ। কত টাকা খরচ করবেন, কী দিলে খুশি হবে আপনার বোন বা দিদি, এইসব ভাবতে ভাবতেই কেটে যায় সময়।
তাই আপনাদের জন্য রইল এক ঝাঁক রাখির গিফট আইডিয়া, যা আপনার বাজেটের মধ্যেও হবে আর ভালবাসায় ভরপুরও হবে।
#REL
বাজেট ১০০ টাকা হলে