দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সময় থাকতে এবার জেলা ধরে ধরে ঘর গোছানোর কাজে নেমে পড়ল শাসকদল। সেই লক্ষ্যে উত্তরবঙ্গে সংগঠনকে আরও মজবুত করতে ঝাঁপিয়ে পড়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
টানা দু’দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসে কড়া বার্তা দিয়েছেন তিনি। দলের অন্দরের গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না— স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিষেক। সতর্ক করেছেন, প্রয়োজনে সাসপেন্ড করা হবে নেতাদের।
#REL