দ্য ওয়াল ব্যুরো: এলিয়েন আছে কি নেই, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। একদিকে বিজ্ঞানীরা, যাঁরা বারবার যুক্তির কাঠামোয় দাঁড়িয়ে ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্বকে নাকচ করে দিয়েছেন। আবার অন্যদিকে রয়েছেন কিছু বিশেষজ্ঞ, যাঁদের দাবি— এলিয়েনরা বহুবার পৃথিবীতে এসেছে, আবার ফিরে গেছে। UFO বা অজানা উড়ন্ত বস্তু নিয়েও রহস্য আর উত্তেজনা কম নেই।
এই বিতর্কের মাঝেই ফের উঠে এল এক চমকে দেওয়া দাবি। আর সেই দাবি এসেছে নাসারই এক প্রাক্তন বিজ্ঞানীর মুখে। তিনি জানিয়েছেন— এলিয়েনরা আমাদের আকাশে নয়, তারা লুকিয়ে আছে আমাদেরই পৃথিবীর গা-ছমছমে গভীর সমুদ্রে।
#REL