দ্য ওয়াল ব্যুরো: বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha), কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক-সহ মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দুর আইনজীবী অনীশ কুমার মুখোপাধ্যায়।
মঙ্গলবার রাতেই ই-মেইলের মাধ্যমে কোচবিহার (Coochbehar) জেলা পুলিশ সুপার, কোতয়ালি ও ঘোকসাডাঙা থানায় অভিযোগ পাঠানো হয়। অভিযোগে খুনের চেষ্টা, ষড়যন্ত্র ও গাড়ি ভাঙচুর-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজুর আবেদন জানানো হয়েছে।
#REL