দ্য ওয়াল ব্যুরো: নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে (Namdhari Sports Academy) ১-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup) শেষ আটে পা রাখল ইস্টবেঙ্গল (East Bengal)। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতল অস্কার ব্রুজোর ছাত্ররা। ফলে গ্রুপ শীর্ষে থেকেই নকআউটে উঠল লাল-হলুদ ব্রিগেড।
এদিন ফলাফল দেখে বোঝা যাবে না ইস্টবেঙ্গল কতটা আধিপত্য নিয়ে খেলেছে। অনেক সুযোগ পেয়েও গোল নষ্টের ব্যর্থতায় মাত্র এক গোলে জিতল ইস্টবেঙ্গল।
#REL