দ্য ওয়াল ব্যুরো: নগদ কাণ্ডে চাপ বাড়ল বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashwant Verma)। সুপ্রিম কোর্ট (Supreme Court) বৃহস্পতিবার তাঁর দাখিল করা সেই আবেদন খারিজ করে দিয়েছে যেখানে তিনি তাঁর অপসারণের সুপারিশকারী ইন-হাউস কমিটির (In-House Committee) রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।
শীর্ষ আদালতের এই রায়ের ফলে এখন সংসদ বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট (Impeachment) প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারবে। উল্লেখ্য, তিনি তৎকালীন প্রধান বিচারপতির রাষ্ট্রপতির কাছে পাঠান অপসারণের সুপারিশপত্রও আইনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন।