দ্য ওয়াল ব্যুরো: ছবির মুক্তির আগে শুধু একটি গানের ঝলক। তাও আবার গোটা গানের ভিডিও নয়, শুধু টিজার। কিন্তু তা সত্ত্বেও উত্তেজনা তুঙ্গে। যশরাজ ফিল্মসের (YRF) বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'ওয়ার ২'-এর গান ‘জনাব-এ-আলি’-র টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কারণ একটাই—এই গানে এক ফ্রেমে মুখোমুখি হয়েছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবং দক্ষিণের ফায়ারস্টার জুনিয়র এনটিআর। আর তাঁদের ডান্স ফেস-অফ দেখে দর্শকরা বলছেন, 'এটাই হল আসল ওয়ার!'
#REL