দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বন্যাত্রাণ, ভুয়ো ভোটার-সহ একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন তিনি। একইসঙ্গে ২৬-এর নির্বাচনে তৃণমূলকে 'বিসর্জন'-এর ডাক দিলেন বিজেপি নেতা।
এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং ফিরহাদ হাকিমকে একযোগে আক্রমণ করেন বিরোধী দলনেতা। বলেন, 'এঁদের লক্ষ্য বাংলাদেশি, রোহিঙ্গাদের বাঁচাতে হবে। কারণ তৃণমূল চলে গেলে দিদি চিৎপটাং।'
#REL